নিউজ ডেস্ক: ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলা, রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জিয়া মঞ্চ নেতৃবৃন্দ শোভাযাত্রা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের রাঙ্গুনিয়াস্থ প্রথম মাজারে শ্রদ্ধার্ঘ অর্পণ ও ফাতিহা পাঠ করে দোয়া মুনাজাত করা হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সেলিনা কাদের চৌধুরী কলেজের সামনে থেকে শোভাযাত্রা সহকারে জিয়ার মাজারে শ্রদ্ধা অর্পণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি মোহাম্মদ আব্দুল আলীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস সালাম সুবজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াকিল আহমদ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সদস্য ফারুক, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সহসভাপতি জসিম উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক এজলাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী রাশেদ, রাঙ্গুনিয়া উপজেলার সিনিয়র সহসভাপতি মো. ফরিদ, সম্মানিত সদস্য আবু বকর সিদ্দিক, মোহাম্মদ সেলিম, সহসভাপতি মান্নান, সিনিয়র যুগ্ম সম্পাদক ওসমান সিকদার, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, দফতর সম্পাদক নুরুল আলম, মাহবুব মেম্বার, পারভেজ মেম্বার প্রমুখ।
সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি সহ জনবিধ্বংসী
সকল প্রকার অপকর্ম রূখে দিতে নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শিক রাজনীতি করার আহবান জানান।
সমাবেশ শেষে তাবারুক বিতরণ করা হয়।