নিউজ ডেস্ক : রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের নাপিত পুকুরিয়ায় হাজী আবদুল হাকিম তালুকদার জামে মসজিদের পুনঃনির্মান কাজ শেষে শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) রাঙ্গুনিয়া পদুয়া নাপিত পুকুরিয়া হাজী আব্দুল হাকিম তালুকদার জামে মসজিদ পুনঃনির্মান কাজ শেষে শুভ উদ্বোধন অনুষ্ঠান বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব নুরুল আজিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন শওকত আলী নুর।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হানিফ তালুকদার ও মোহাম্মদ মফিজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেম্বার নুরুল ইসলাম, গিয়াস উদ্দিন তালুকদার বাবুল,আবদুল জলিল মেম্বার, আহমদ হোসেন তালুকদার,
মোহাম্মদ কামাল হোসেন, আহমদুল হক, নাঈম উদ্দিন, মাহাবুব আলম, জাহেদুল আলম চৌধুরী আবু তালেব, মমতাজ মাষ্টার, নজরুল ইসলাম তালুকদার, মাষ্টার আবুল কালাম আজাদ,আমিনুল হক বাবুল, আবু মুছা, দেলোয়ার হেসেন তালুকদার, মাহবুব মেম্বার, নাসির উদ্দীন রক্সি, মো: আরজু ইসলাম রানা, মো: তারেক, সাদ্দাম হেসেন, শরিফ হেসেন মহিম, জুয়েল, মাওলানা আবদুল কাদের, রবিউল, ইমরান, এরশাদ ও সাগর সিকদার প্রমুখ। এসময় স্থানীয় বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।
মিলাদ,দোয়া মাহফিল ও আলোচনা শেষে মসজিদের জন্য যারা সার্বিক সহযোগিতা করেছেন, তাঁদের জন্য এবং দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।