নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া পদুয়ায় মেয়েকে স্কুলে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ রয়েছে রুপা বড়ুয়া (৩৭) নামে এক গৃহবধূ।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি বলে জানান স্বজনরা।
শ্বশুর বাড়ির লোকজন ও অভিযোগ সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯ ঘটিকার সময় মেয়েকে পদুয়া সম্মিলিত বালিকা বিদ্যালয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়,মেয়েকে স্কুলে দেওয়ার পরে সে আর বাড়ি ফিরে যায়নি। রুপা বড়ুয়ার স্বামী জনী বড়ুয়া ও তার আত্বীয় স্বজন অনেক খোঁজ খবর করলেও কোন খবর পাওয়া যায়নি। ২৪ ঘন্টার বেশি সময় ধরে গৃহবধূর নিখোঁজ থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
নিখোঁজ গৃহবধুর নাম রুপা বড়ুয়া (৩৭), স্বামীর নাম জনী বড়ুয়া। বাড়ি দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পদুয়া ইউনিয়ন দ্বারিকোপ ৪ নং ওয়ার্ডের বাটানা পাহাড় এলাকায়।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে ঘটনার বিস্তারিত জানিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নিখোঁজ ডাইরি করেছেন রুপা বড়ুয়ার স্বামী জনী বড়ুয়া।
যদিও পুরো ঘটনায় বাড়ির লোকেদের রুপা বড়ুয়াকে নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
গৃহবধুর সন্ধান চেয়েছেন নিখোঁজ গৃহবধূর স্বামী ও বাপের বাড়ির স্বজনরা।