নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের সাথে জড়িত মূল হোতা রকিকে গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও ইউএনও’কে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) সকালে সরফভাটা ছাত্র সমাজের আয়োজনে এবং কয়েক শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এর আগে অপহরণের ৪৮ ঘন্টা মধ্যে স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অপহরণ মামলা দায়ের হলে জড়িত চারজনকে পুলিশ গ্রেফতার করে। তবে মূল হোতা ‘রকি’ গ্রেফতার না হওয়ায় সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।
বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচী সরফভাটা স্কুলের শিক্ষার্থী ছাড়াও ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণ করেন।