নিউজ ডেস্ক :আগামী ২৩ নভেম্বর (শনিবার) রাঙ্গুনিয়ায় বার্ষিক উপকেন্দ্র( গোচরা এবং কোদালা) রক্ষাণাবেক্ষন কাজ করা হবে। এজন্য এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে-
“গোডাউন, নোয়াগাঁও, গোচরা, হাজীপাড়া, ছাইনীপাড়া, বেতাগী, শান্তিরহাট, বার আউলিয়া, তিন সৌদিয়া, সত্যপির মাজার, রামগতির হাট, কাদেরনগর, উত্তর ঘাটচেক, পারুয়া, শান্তনিকেতন, সমগ্র (সরফভাটা, শিলক, পদুয়া) ইউনিয়নভুক্ত এলাকা”
সন্মানিত গ্রাহকগনের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দু:খিত।
সুত্র- এজিএম খালেদ মাসুদ মজুমদার