নিউজ ডেস্ক : দীর্ঘ ১৬ বছর পর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ছিলেন বিএনপি নেতা মো. ওসমান গনি। পট পরিবর্তনের পর তিনি সোমবার (১৮ নভেম্বর) বিকেলে দেশে ফিরেন।
বিমান বন্দর থেকে সরাসরি চলে যান চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে।
আবুধাবি ফজির বিএনপি’র সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান জিয়ারত শেষে নেতা-কর্মী নিয়ে সমাধিতে ফুল দেন তিনি। পরে নিজ গ্রামের বাড়ি চন্দ্রঘোনা ইউনিয়নের কদমতলি ইউনিয়নের লিচুবাগান চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়ন বিএনপি’র ব্যানারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সহসভাপতি বেলাল উদ্দিন বেলাল, উপজেলা বিএনপি নেতা মজিবুল হক মজিব, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আনছুর উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক বাবলু বড়ুয়া, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. আইয়ুব, ছাত্রদল নেতা মো. মোজাহেদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. শোয়েব কাদের, উপজেলা ছাত্রদলের সভাপতি আবু বক্কর, সিনিয়র যুগ্ম সম্পাদক গাজী নাজিম, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. নাছের, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, যুগ্ম আহবায়ক মো. কেফায়তুল্লাহ, মোহাম্মদ সেলিম, চন্দ্রঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোহাম্মদ ইরফান, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন খোকা, সাবেক দপ্তর সম্পাদক মো. সোহেল প্রমুখ।
বক্তব্যে বিএনপি নেতারা বলেন, ২০০৮ সালে আ.লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপি নেতা-কর্মীদের নিপীড়ন চালানো হয়, জড়ানো হয় মিথ্যা মামলা। ওসমান গনিও মজলুম ছিলেন। তাদের অত্যাচারে দেশ ছাড়তে বাধ্য হন তিনি।