নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাী দল বিএনপি কেন্দ্রীয় পরিষদের সাবেক উপদেষ্টা মন্ডলির সদস্য, রাঙ্গুনিয়া হতে নিবার্চিত সাবেক সংসদ সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২১শে নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ঘটিকায় ইসলাম পুরস্থ শাহ মজিদিয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মসজিদে আলেম ওলামা ও স্হানীয় নেতৃবৃন্দের নিয়ে শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে দলীয় নেতা কর্মিদের অংশ গ্রহণের মাধ্যমে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ইউচুপ চৌধুরীর সভাপতিত্বে এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ভিপি শাহেদ কামাল তালুকদার,
অর্থ সম্পাদক ইউচুপ কামাল, সহ-সাংস্কৃতিক সম্পাদক রকিবুল হাসান মাসুদ, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক হাজী ইলিয়াছ সিকদার, রাঙ্গামাটি জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী,
জিয়া মঞ্চ কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ওয়াকিল আহমদ, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রণি, সাধারণ সম্পাদক আমিনুল হক তালুকদার বাচা, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার,
সাধারণ সম্পাদক নেসারুল হক তালুকদার পেয়ারু, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম তালুকদার জসিম, জেলা যুবদলের সহ-সভাপতি নাছির উদ্দীন তালুকদার, সদস্য ইউচুপ সাগর,
উপজেলা যুবদলের সহ-সভাপতি জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ইমরুল হাসান তালুকদার, নাজিম উদ্দীন, ইসলামপুর যুবদলের সভাপতি মনজুরুল ইসলাম মন্জু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল ইসলাম পারভেজ,
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রেজাউল করিম, সিনিয়র সদস্য মাসুদ শাকু, রাজানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইউনুচ,
কাজী মহিউদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জসিম উদ্দিন লিটন, ইসলামপুর ইউনিয়ন যুবদল নেতা খোরশেদ আলম, তাজুল ইসলাম ও দিদারসহহ আরো অনেকে।