![](https://ajkerrangunianews.com/wp-content/uploads/2024/11/IMG_20241123_083527.jpg)
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়াতে মোঃ সেলিম সাইফুল্লাহ (৬০) নামের এক কৃষকলীগ নেতাকে গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
শুক্রবার (২২ নভেম্বর) বাদে যোহর সরফভাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সেলিম সাইফুল্লাহ সরফভাটা ইউনিয়নের মৃত বজল আহমদ সওদাগর এর পুত্র। সে রাঙ্গুনিয়া উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি, সরফভাটা ইউনিয়নের আহবায়ক ছিলেন।
থানা ও স্থানীয় সূত্র জানায়, গ্রেফতার কৃষকলীগ নেতা মোঃ সেলিম সাইফুল্লাহকে ৫ আগস্ট ২৪ এর হেলমেট বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিবব খান শুক্রবার রাতে সংবাদ মাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত কৃষকলীগ নেতা মোঃ সেলিম সাইফুল্লাহকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।