নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সরকারের জুডিশিয়াল হত্যার স্বীকার ৬ বারের নির্বাচিত সাবেক মন্ত্রী মরহুম জননেতা শহীদ আলহাজ্জ সালাউদ্দিন কাদের চৌধুরীর ৯ম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে ।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত রাউজান গহিরা বক্সআলী চৌধুরীর বাড়িতে নানা কর্মসুচির মধ্যেদিয়ে প্রথম বারে ৯ম মৃত্যু বার্ষিকী পালিত হয়।
কর্মসুচিতে ছিল সকালে খতমে কুরআন, দোয়া মাহফিল, কবর জিয়ারত ও মেজবানের আয়োজন। পরিবারের পক্ষে মরহুমের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, মরহুমের পুত্র কেন্দ্রীয় বিএনপির সদস্য হুম্মাম কাদের চৌধুরী,ফজলুল কাদের চৌধুরী, সামির কাদের চৌধুরী, সাকিব কাদের চৌধুরী।
মরহুমের জিয়াফত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রিপন, চট্টগ্রাম সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আলহাজ্জ শাহজাহান চৌধুরী, বিএনপি নেতা ব্যারিস্টার মীর হেলাল, ব্যারিস্টার শাকিলা ফারজানা, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা নাজিমুর রহমান, হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরী, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, বিএনপি নেতা নুরুল হুদা, ফিরোজ আহম্মেদ, আবু জাফর চৌধুরী, সৈয়দ মঞ্জু, রেজাউল রহিম আজম, সাবের সুলতান কাজল, মোজাম্মেল হক, কাজী জসিম, ইকবাল চৌধুরী, মহিউদ্দিন জীবন, এস এম কামাল উদ্দিন, হারুনুর রশিদ, আবুল কাসেম, মোঃ মাসুদ আলম, মোঃ আলী সুমন সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এছাড়াও রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাউজান প্রেস ক্লাব, সমাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মেজবান উপলক্ষে হাজার হাজার (চৌধুরী পরিবারের ভক্ত) মানুষের ঢল নামে। গহিরা চৌমহুনী থেকে পায়ে হেটে তারা অনুষ্টানস্থলে যান। সকাল বেলা যেমন দেখা যায় ভীর, বেলা ৩ টায়ও প্রচুর মানুষের ভীর লক্ষ্য করা যায়। গহিরা কলেজ ও স্কুল ময়দানে গাড়ি পার্কিন করে হাজার হাজার মানুষ পায়ে হেটে অনুষ্টানে যান। সেখানে পৌঁছে অনেকেই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর যেয়ারত করে কেঁদে দেন।
পরিবারের সদস্যরা সমগ্র অনুষ্টানস্থল ঘুরে ঘুরে আগত সকল স্থরের মেহমান ও সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করেন। বহু বছর পর সাক্ষাত পেয়ে অনেক নেতা কর্মি সমর্থক আলহাজ্জ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন।
দীর্ঘ বছর পর হাজার হাজার মানুষের জন্যে চট্টগ্রামের বিশাল মেজবানের আয়োজন করেছিলেন পরিবারের পক্ষ হতে। সাদা ভাত গরু মাংস, কাঁজি, জাত কদু (লাউ)।
হিন্দু, বৌদ্ব ধর্মালম্বিদের জন্যে আলাদা প্যান্ডেল তৈরি করে তাদের জন্য ছাগলের মাংস দিয়ে খাবারের আয়োজন করা হয় ।