নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগীতে মরহুম আবুল বশর তালুকদার পরিবার ও এলাকাবাসীর আয়োজনে উপমহাদেশের প্রখ্যাত পার্লামেন্টেরিয়াল বিএনপির স্থায়ী কমিটির সাবেক এমপি ও মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর ৯ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২) সন্ধ্যায় ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড পূর্ব বেতাগী মির্জাখীল হাফেজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া মাহফিল ও সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।
সাইমন মির্জা ও আবু সুফিয়ান সাইমুনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য এবং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী মো. নাজিম উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন বিএনপির সভাপতি নিজামুল হক চৌধুরী তপন, পৌরসভা ২নং ওয়ার্ড সভাপতি আব্দুল সত্তার, বেতাগী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক কাজী মো.জালাল।আরো উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড বিএনপির সম্পাদক রেজাউল করিম বাবলু, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ পলাশ, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো.রাহাতুল ইয়াসিল, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মো.ফারুক, ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি মো.তসলিম,মো. রুবেল।
এতে আরো উপস্থিত ছিলেন সোলায়মান মুন্সি সৈয়দ বাহার, কাশেম, হানিফ সওদাগর, আজিজুল হক আজি, আবুল বশর বুধা সওদাগর, শাহাজাহান মিয়া, শফিউল আলম সোহাগ, ইছাক, হাফিজ, সালাউদ্দীন, আজগর আলি, জমির, তারেক, ফারুক,মাওলানা আবু কাদেরী, মাওলানা ফারুক কাদেরী, ফরহাদ হোসাইন, রাকিব, সিহাব, জাবেদ, সজিবসহ আরো অনেকে।
পরিশেষে দোয়া মোনাজাতে মরহুম সালাউদ্দীন কাদের চোধুরী, আবুল বশর তালুকদার, মুক্তিযুদ্ধা ডা. সিরাজুদ্দৌলা, সিরাজ মাস্টার ও মরহুম বাহার সহ সকলের জন্য দোয়া করা হয়।