নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়ম নগর আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মরিয়ম নগর আদর্শ সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে মধ্য মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
১ম অধিবেশনে ক্বেরাত,হামদ-নাত,সিরাত,রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মোঃ শফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর, মুহাম্মদ আলাউদ্দিন সিকদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার আমীর মুহাম্মদ হাসান মুরাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ওমান বন্ধু সমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন সিদ্দিক।
আহবায়ক ইয়াকুব হোসেন তসলিম ও সদস্য সচিব কাজী সাদিকুল ইসলাম রিয়াদের যৌথ সঞ্চালনায় ১ম অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা: মুজিবুল হক মানিক,হাজী মোঃসৈয়দ,কাজী সিরাজুল হক,গোলাম মোস্তফা হোসেন সিরাজী,মোহাম্মদ হোসেন, মুহাম্মদ ওবাইদুল হক, মুহাম্মদ মাহবুবুল হক, মুহাম্মদ ফজলুল হক,ফরিদ আহমদ, মুহাম্মদ ফজলুল করিম, মুহাম্মদ সাহাব উদ্দিন তাজু, মুহাম্মদ মোজাম্মেল হক, মুহাম্মদ মমতাজ উদ্দিন দুলাল, মুহাম্মদ নাসের উদ্দিন, মুহাম্মদ জামাল উদ্দিন, আবু মুহাম্মদ খালেদ নেজাম,হাফেজ মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মুহাম্মদ আব্দুল মাবূদ, মুহাম্মদ আব্দুল মালেক ও মুহাম্মদ মোক্তার হোসেন প্রমূখ।
এসময় আগত অতিথিগণ ক্বেরাত,হামদ-নাত,সিরাত,রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
২য় অধিবেশন তাফসিরুল কুরআন মাহফিল রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া কামিল মাদরাসার প্রধান মুফাচ্ছির (সাবেক) মাওলানা মোহাম্মদ ইসমাঈল হোসাইন এর সভাপতিত্বে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন মাওলানা আব্দুল মজিদ নাটোরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ওলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারী মাওলানা মিয়া মোহামদ হোসাইন শরীফ।
বিশেষ ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক ড. মাওলানা মোহাম্মদ ফজলুল করিম, রাঙ্গামাটি লংগদু সরকারি কলেজের অধ্যাপক ড. হাফেজ মাওলানা ঈসা কাদেরী, শরিয়ত নগর ইসলামীয়া আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক ও মৌলভী পাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা ইব্রাহীম খলিল, রাঙ্গুনিয়া নুরুল উলুম প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল মান্নান, রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল মাদরাসার আরবী প্রভাষক মুফতি মোহাম্মদ হাবিবুল্লাহ, মরিয়ম নগর ইসলামীয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও মরিয়ম ইসলামিয়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ নুরুল আমিন ও ফুলগাজী পাড়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন নূরী প্রমুখ।