নিউজ ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকের ক্যাশিয়ার গিয়াস উদ্দিন শওকতকে (৫২) ২৬ নভেম্বর সন্ধ্যায় ধামাইরহাট বাজার থেকে গ্রেফতার করে রাঙ্গুনিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত শওকতের বিরুদ্ধে বিগত আওয়ামী সরকারের আমলে ব্যাপক চাঁদাবাজি, ইয়াবা ব্যাবসা সহ অসংখ্য অপরাধে জড়িত থাকলেও কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখায়নি। তার অগোচরে কেউ তার অপরাধ নিয়ে মন্তব্য করলে তাকে রাতের আঁধারে তুলে নিয়ে শারীরিক নির্যাতন চালাত বলে স্থানীয়রা জানান। উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার প্রকাশ ধর্ম জসিমের ছত্রছায়ায় থেকে এলাকায় ব্যাপক ত্রাসের রাজত্ব কায়েম করে শওকত।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাব্বির মোহাম্মদ সেলিমসংবাদ মাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধামাইরহাট এলাকা থেকে গিয়াস উদ্দিন শওকতকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। সে রাঙ্গুনিয়া থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
স্বদেশ প্রত্যার্বতন উপলক্ষে বিএনপি নেতা হাসান উল্লাহ সংবর্ধিত ও শহীদ প্রেসিডেন্ট জিয়ার মাজার জিয়ারত
প্রিন্ট নিউজ নিউজ ডেস্ক: চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি ও প্রবাসী বিএনপি নেতা মোহাম্মদ হাসান উল্লাহ সংবর্ধিত হয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারী) দুপুরে তিনি স্বদেশ প্রত্যার্বতন উপলক্ষে রাঙ্গুনিয়াস্থ সাবেক রাষ্ট্রপতি শহীদ…