নিউজ ডেস্ক : বীর চট্টলার সিংহ পুরুষ সাবেক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাট মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) বিকালে দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে বিএনপি নেতা নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি ছিলেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র কেন্দ্রীয় বিএনপির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।
উদ্বোধক ছিলেন উদ্বোধক ছিলেন,রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন শওকত আলী নুর।
স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সি সহ-সভাপতি মো ইউসুফ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতা ওয়াকিল আহমদ, বিএনপি নেতা ইলিয়াছ শিকদার, সৈয়দ নূর, এ্যাড. লিয়াকত আলী নূর, নাসির উদ্দীন নসু, শামীম চৌধুরী, রফিকুল ইসলাম, শাহেদ কামাল, কামাল উদ্দীন মাস্টার, ছাত্রদের সদস্য সচিব হেলাল আহমেদ ও মহিলা দল নেত্রী রূপা আকতার প্রমুখ।
দেলোয়ার, জামাল উদ্দিন, ইঞ্জি: জাহেদ ও রাসেলের যৌথ সঞ্চালনায় স্বরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবুল হোসেন, ইউসুফ শিকদার, আহসান উল্লাহ মেম্বার, আরছ তালুকদার, মো. দিদার আলম, ইফতেখার হোসেন রুবেল, ওমর ফারুক, মো. মাহবুব, নঈম উদ্দিন,নাসির উদ্দিন রক্সি, মো. মুছা, আরজু, জাহাঙ্গীর এলাহী, আবদুল জলিল মেম্বার, জামাল উদ্দিন, মো. জাহেদ চৌধুরী, নাজিম উদ্দীন, মহিম, প্রমুখ।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মরহুম শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর রুহের আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবার, দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি কামনা এবং ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এদিকে ঈসালে সওয়াব উপলক্ষে মানুষের মাঝে দুপুরে খাবারের আয়োজন করা হয়।