নিউজ ডেস্ক :: রাঙ্গুনিয়ার মাটি ও মানুষের, সত্য ও ন্যায়ের কথা বলার পক্ষে, মূলধারার সংগঠন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টের হলরুমে প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমানের সভাপতিত্বে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য গোলাম সরোয়ার।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শপথ ও দায়িত্বভার গ্রহন অনুষ্ঠান শুরু হয়।
শপথ ও দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সভাপতি এ.কে.দেব অনিরুদ্ধ অপু, সিনিয়র সহ-সভাপতি মীর খান মামুন, সহ-সভাপতি আবদুল করিম চৌধুরী।
নব-নির্বাচিতদের পক্ষে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক এড.আজিম উদ্দিন লাভলু, সহ-সাধারণ সম্পাদক জাকেরুল ইসলাম জাকের, দপ্তর সম্পাদক নেজাম উদ্দিন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ইব্রাহিম খলিল বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশায় নিয়োজিতদের ন্যায় নীতিবোধে বলিয়ান হতে হয়, রাষ্ট্র ও জনগণের কল্যাণে নিজকে সদা সর্বদা উৎসর্গ করতে হয়, লোভ-লালসার ঊর্ধ্বে থেকে নির্ভয়ে কাজ করতে হয়, সৎ সাহসিকতা না থাকলে এ পেশায় যুক্ত হতে তিনি নিরুৎসাহিত করেন। তিনি আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। বিশেষ কোনো মুহূর্তে, বিশেষ কোনো দলের কিংবা গোষ্ঠী বা সম্প্রদায়ের পক্ষাবলম্বন করা সাংবাদিকের কাজ নয়।
পরে তিনি রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান এবং ২০২৪-২৬ সালের ২৩ সদস্যের কার্যকরী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
নব-নির্বাচিত কার্যকরী কমিটিতে শপথ গ্রহণে অংশ নেন- সভাপতি এ.কে.দেব অনিরুদ্ধ অপু, সিনিয়র সহ-সভাপতি মীর খান মামুন, সহ-সভাপতি আবদুল করিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, যুগ্ন-সম্পাদক আজিম উদ্দিন লাভলু, সহ-সাধারণ সম্পাদক জাকেরুল ইসলাম জাকের, সাংগঠনিক সম্পাদক মো.আজিজুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো.নেজাম উদ্দিন, প্রচার সম্পাদক মো. ইদ্রিস, প্রশিক্ষণ ও গণযোগাযোগ সম্পাদক মো. মুজিবুল্লাহ আহাদ, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মো. মোরশেদুল আলম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. ইউসুফ, কার্যনিবার্হী সদস্য মো.জাহাঙ্গীর আলম, এরশাদ হোসেন চৌধুরী, মো. নাজিম উদ্দিন, এসএএম ইমতিয়াজ হায়দার, মো.জসিম উদ্দিন, মো.সেকান্দর হোসেন শান্ত।