নিউজ ডেস্ক : রাঙ্গুনিয়ায় একটি দেশীয় তৈরি বন্দুকসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মো. সওকত হোসেন (৩৪)।
গত (২ ডিসেম্বর) সোমবার রাত সাড়ে সাতটায় মরিয়মনগর রশিদিয়া পাড়ায় অবৈধ একটি একনলা বন্দুকসহ তাকে স্থানীয় জনতা আটক করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে এ জানা যায়, উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রশিদিয়া পাড়ার জনৈক আইয়ুব আলীর পুত্র সওকতকে অস্ত্র সহ এলাকার জনসাধারণ আটক করেন। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা এসআই আক্তার ও সঙ্গীয় ফোর্স অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসীকে গ্রেফতার করেন।
পুলিশ সুত্রে জানা যায়, গতরাতে অবৈধ বালি দখলকে কেন্দ্র করে মো. সওকত, আলমগীর হোসেন, রবিন ও আরো কিছু লোকজনের সহিত একই এলাকার নূর মোহাম্মদ, ফারুক হোসেন, শাহাদাত হোসেন, জসিম উদ্দিন, সৈয়দ আলী গংদের সাথে কথা কাটাকাটি হয়,একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। তারই জের ধরে রাতে সওকত হোসেন মোটরসাইকেল যোগে বন্দুক হাতে ভয় দেখাতে আসলে স্থানীয় জনতা তাকে ধরে ফেলে।