নিউজ ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়ার ঐতিহ্যেবাহী প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান (ইসলামিক মিশনারী সেন্টার) সুখবিলাস মাদ্রাসার বার্ষিক সভা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যে দিয়ে শেষ হয়েছে। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
শনিবার (৭ ডিসেম্বর) দিনব্যাপী ইসলামিক,মিশনারী, সেন্টার (সুখবিলাস) মাদ্রাসার পরিচালক মাওলানা মো: মীর কাসেম এর সভাপতিত্বে সভায় প্রধান মেহমান ছিলেন চট্টগ্রাম আল-জামেয়া আল-ইসলামিয়া পটিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আবু তাহের নদভী ক্বাসেমী।
এসময় তিনি মাদ্রাসার হেফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের মাঝে পাগড়ি ও ক্রেস্ট এবং হেফজ বিভাগের প্রধান শিক্ষক মাওলানা হাফেজ ছানাউল্লাহকে বিশেষ সম্মাননা প্রদান করেন।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নওমুসলিম মাওলানা শরীফুল ইসলাম (ফেনী)।
রাজস্থলী মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাওহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ ওয়াজীনের বক্তব্য রাখেন,শায়খুল হাদীস মুফতী মুজীবুল হক ফরায়েজী (ঢাকা),মাওলানা আনাচ মাদানী,মাওলানা মুফতী সিরাজুল্লাহ আল-মাদানী,মাওলানা আঃ সাত্তার ইসলামাবাদী,মাওলানা জাফর সাদেক (পটিয়া),মাওলানা আব্দুল জলিল কওকব,মাওলানা মুফতী শিহাবুদ্দীন,মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মীর কাওসার(হাটহাজারী),তালিমুল কুরআন বালিকা মাদ্রাসার পরিচালক মাওলানা নাসির উদ্দিন, মাওলানা মুফিজুররহমান কাউছারী (মেহেরিয়া),মাওলানা রফিকুল ইসলাম আমিনি (বড়খোলা পাড়া), মাওলানা মুফতি গিয়াস উদ্দিন (শোলকবহর), মাওলানা নুরুল আজিম (খন্ডলিয়া পাড়া),মাওলানা ফারুক,মাওলানা কামাল উদ্দিন (ফেরিঘাট),মাওলানা আব্দুর রহীম,মাওলানা নুরুদ্দীন,মাওলানা মুফতি আনচারুল হক,মাওলানা মাসুদ,মাওলানা শাহেদুল ইসলাম (শফিপুর) ও মাওলানা রাশেদুল ইসলাম (৫নং) প্রমুখ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে দেশ বরণ্য ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।