নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া শাহাবুদ্দীন নগর ফারুকে আজম জামে মসজিদের মাইক সেট চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (৮ ডিসেম্বর) ২টা ৩০ মিনিটের দিকে রাঙ্গুনিয়া ৫নং পারুয়া ৮নং সাহাববুদ্দীন নগর হাজারীহাট বাজার সংলগ্ন ফারুকে আজম জামে মসজিদের মাইকের মেশিন চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা।
মসজিদের ইমাম জানান,গেইট বন্ধ থাকলেও চোরের দল কৌশলে মসজিদে ঢুকে মেশিনটি চুরি করে নিয়ে যায়। আসরের আজান দিতে গিয়ে ইমাম সাহেব ও মুসল্লিরা মাইক চুরি হয়ে যাওয়ার বিষয়টি অবগত হন। মসজিদের মাইক চুরির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুসল্লিরা।