![](https://ajkerrangunianews.com/wp-content/uploads/2024/12/IMG_20241214_171250.jpg)
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
![](https://ajkerrangunianews.com/wp-content/uploads/2024/12/1000122295-1024x461.jpg)
শনিবার (১৪ ই ডিসেম্বর) সকালে রাঙ্গুনিয়ার দক্ষিণ সরফভাটা ভাল্যুকিয়া তৈয়বিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
![](https://ajkerrangunianews.com/wp-content/uploads/2024/12/1000122280-1024x461.jpg)
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সভাপতি ডাক্তার এস.এম আবুল ফজলের সভাপতিত্বে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেলরেজাউল করিম রেজা।
![](https://ajkerrangunianews.com/wp-content/uploads/2024/12/1000122217-1024x580.jpg)
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন।
![](https://ajkerrangunianews.com/wp-content/uploads/2024/12/1000122182-1024x580.jpg)
সংগঠনের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সরফভাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনি,সরফভাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুর সওদাগর, সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন সিকদার,সার্জেন্ট শাকিল আহমদ, জাহাঙ্গীর তালুকদার, নঈম উদ্দিন, মোরশেদ তালুকদার, মনজুরুল ইসলাম, মোহাম্মদ আবু বক্কর চৌধুরী, মিজানুর রহমান প্রমুখ।
![](https://ajkerrangunianews.com/wp-content/uploads/2024/12/1000122171-1024x580.jpg)
এসময় আগত অতিথিরা সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
![](https://ajkerrangunianews.com/wp-content/uploads/2024/12/1000122138-1024x580.jpg)
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির সরফভাটার প্রত্যেকটি এলাকায় তথা রাঙ্গুনিয়ার গরীব, দুখী অসহায়দের পাশে সবসময় থাকে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখা হবে বলে জানান সংশ্লিষ্ট মানবিক নেতারা।
![](https://ajkerrangunianews.com/wp-content/uploads/2024/12/1000122245-1024x580.jpg)
শেষে দুই শতাধিক দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এদিকে সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কম্বল পেয়ে সরফভাটার শীতার্তদের মুখে হাসি ফুটেছে।
![](https://ajkerrangunianews.com/wp-content/uploads/2024/12/1000122087-1024x580.jpg)