রাঙ্গুনিয়া প্রতিনিধি: দিনব্যাপী চন্দ্রঘোনা বনগ্রাম সেগুন বাগান মদিনাতুল উলুম মাদ্রাসা হেফজ খানা ও এতিমখানা মাদ্রাসার বার্ষিক সভা ও ক্বেরাত সম্মেলন বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শেষ হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) মাদ্রাসা প্রাঙ্গনে সকাল থেকে প্রথম, দ্বিতীয় অধিবেশনে ওয়াজ মাহফিল ও ৩য় অধিবেশনে ক্বেরাত মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালক মাওলানা মুফতি এমরানের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমী ঢাকা,প্রধান মেহমান ছিলেন চট্টগ্রাম জামিয়া দ্বীনিয়া দারুল হিদায়া মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা মুফতি আজিজুল হক আল মাদানি (হাফি)।
মাদ্রাসা শিক্ষক মাওলানা ইব্রাহিম ও মাওঃ তৌহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় মাহফিলে ধর্মীয় আলোচনা করেন মাওঃ মুফতি আব্দুল কাদের,মাওঃ নুরুল আমীন,মাওঃ ইলিয়াছ মাহমুদ,মাওঃ এনাম, মাওঃ আব্দুস সাত্তার,মাওঃ কামরুল ইসলাম, মাওঃ হুসাইন, হাবিবুল্লাহ রব্বানী,আব্দুল হাকিম,মাওঃ মুফতি এরশাদ,কামাল উদ্দিন,হাফেজ সফিকুল ইসলাম,মাওঃ সাহাদতমাওঃ আব্দুল মান্নান,মাওঃ সোলাইমান, মাওঃ গোলাম কিবরিয়া,হাফেজ আনোয়ার হুসাইন,মাওঃ নেছার আহমদ,মাওঃ রফিক,মাওঃ রাশেদ,মাওঃ হাফেজ ফরিদ, মাওঃ মুফতি আব্দুর রহিম,মাওঃ সালাহ উদ্দীন,মাওঃ তৌহিদুল ইসলাম ও মাওঃ মুফতি হাবিবুল্লাহ প্রমুখ।
৩য় অধিবেশনে ক্বেরাত মাহফিলে কোরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শাইখ ক্বারী আহমেদ হিজা তানজানিয়া,শাইখ ক্বারী আব্বাস উদ্দীন বাংলাদেশ,শাইখ কারী হানাদ আব্দুল হামিদ মিশর,শাইখ ড. ক্বারী সালাহ মুহাম্মদ সোলায়মান মিশর ও শাইখ ক্বারী ঈদি শাবান তানজানিয়া প্রমুখ। এছাড়াও অতিথি হিসেবে দেশ বরণ্য ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আগত ক্বারীগণ মাদ্রাসার হেফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের মাঝে পাগড়ি প্রদান করেন।
বক্তারা বলেন, বর্তমানে ইসলামের ক্রান্তিকাল চলছে। আজকে সারাবিশ্বে যে অধ:পতনের জোয়ার শুরু হয়েছে ইসলামই একমাত্র তা ঠেকাতে পারে। আমাদেরকে ইসলামের বিধিবিধান আরো শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। ভেদাভেদ ভূলে সকলকে ঐক্যবদ্ধভাবে ইসলামের জন্য কাজ করতে হবে। তাহলেই দেশে শান্তি ফিরে আসবে।
মাহফিল শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাদ্রাসার শুভাকাঙ্খী, দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। মাহফিলে আগত অতিথিদের জন্য খাবারের আয়োজন করা হয়।