নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, সংক্ষিপ্ত আলোচনা সভা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রাঙ্গুনিয়ার সাধারণ জনগণের মাঝে প্রচার ও অবহিত করতে প্রচারপত্র বিলি করা হয়েছে।
বিজয় র্যালিটি রাজারহাট হাসপাতাল মাঠ থেকে শুরু হয়ে রাজারহাটের মূল সড়ক হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সামনে প্রদক্ষিণ করে আবারো হাসপাতাল মাঠে এসে শেষ হয়। পরে রাজারহাট হাসপাতাল প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে পদুয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি নেতা নুরুল আলম সভাপতিত্বে বিনএপি নেতা নঈমুল ইসলামের সঞ্চালনায় বিজয় র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগি সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
এসব কর্মসূচীতে অংশ নেন-বিএনপি নেতা ডাঃ দয়াল হরিশীল,আবুল কালাম মেম্বার,মোনাফ মেম্বার,ফজলুল হক (সওঃ),হাসান মেম্বার,মাস্টার আবুল কালাম আজাদ,জামাল উদ্দিন, জাহেদুল আলম চৌধুরী, জসিম উদ্দীন, আনোয়ারুল ইসলাম, নজরুল ইসলাম, আবুল কাশেম, জয়নাল আবেদীন, আজম নূর, ফজলুল হক পরাণ (সওঃ), শামসুল আলম, মোহাম্মদ আলী, আবু তালেব কামাল উদ্দিন, দেলোয়ার তালুকদার, মুফিজ, তারেক, হেলাল উদ্দিন, সেলিম উদ্দিন, মুহাম্মদ আলম, হাছান, আরজু ইসলাম রানা, সোহেল, জয়নাল আবেদীন, রিয়াদ মাহমুদ আশিক, রিসাত মণি, রহমত আলী ও জয়নালসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।