নিউজ ডেস্ক : রাঙ্গুনিয়া পদুয়া নাপিতপুকুরিয়া ব্রীজঘাট রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) লিঃ এর পরিচালনা কমিটি গঠন উপলক্ষে এলাকাবাসী, চাষী ও জমিদারদের নিয়ে এক আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে।
উপস্থিত এলাকাবাসী, চাষী ও জমিদারদের সর্বসম্মতিক্রমে কমিটিতে আরছ তালুকদারকে সভাপতি, আবু মুনছুরকে সাধারণ সম্পাদক ও আব্দুল মন্নান (সও:) কে ক্যাশিয়ার নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।
দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সভাপতি, সাধারণ সম্পাদক ও ক্যাশিয়ার মিলে কমিটির অন্য সদস্যদের নাম ঘোষণা করবেন।’
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধায় নাপিত পুকুরিয়া জব্বার মার্কেট প্রাঙ্গনে আবুল কালাম মেম্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ঢলু পাড়া আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো:শফিকুল ইসলাম।
মাষ্টার মো: মুফিজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম মেম্বার,জলিল মেম্বার, মাহিুব,নাছির উদ্দিন রক্সি, রাসেল,আবু মুছা তালুকদার, মাসূদ চৌধুরী, মো:তারেক,হাসান,সোহেল, ওয়ারেছ,এরশাদ ও হাসান মেম্বার প্রমুখ।