নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “মানবিক রাঙ্গুনিয়ার” উদ্যোগে সরফভাটার প্রান্তিক জনপথে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ ই ডিসেম্বর) বিকালে রাঙ্গুনিয়ার সরফভাটা গ্রামের আশ্রয়ন প্রকল্পের দুর্গম জসপথে প্রায় ২০০ মানুষের মাঝে এই ভালোবাসার উপহার দেওয়া হয়।
মানবিক রাঙ্গুনিয়া প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক কামরুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য ওসমান সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডেপুটি অ্যটর্নি জেনারেল রাঙ্গুনিয়ার কৃতি সন্তান রেজাউল করিম রেজা।
এসময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি জনাব জাহেদুল ইসলাম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মানবিক রাঙ্গুনিয়া উপদেষ্টা ওসমান গনি চৌধুরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মো: রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম আজম আবু হানিফা স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল আবছার, মানবিক রাঙ্গুনিয়ার উপদেষ্টা রফিকুল ইসলাম খোকন, মহিবুল্লাহ মারুফী, নাসিম উদ্দিন সিকদার,মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা আব্দুল করিম চৌধুরী, আবু বক্কর, মোজাফফর হোসেন শাহাদাত, ইস্কান্দার মির্জা ও বেলাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন রাঙ্গুনিয়ার গরীব দুঃখী অসহায় মানুষের পাশে মানবিক রাঙ্গুনিয়াকে সর্বদা পাশে থাকার প্রত্যয়ে একটি অনাথ আশ্রম ও গরীবদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য একটি চিকিৎসালয় করার সুপরামর্শ দেন। এবং ভবিষ্যতে এই চিকিৎসালয় ও অনাথ আশ্রম করতে সার্বিক সহযোগিতা করার অভিমত ব্যক্ত করেন।