নিউজ ডেস্ক :রাঙ্গুনিয়া মরিয়মনগর ফুলগাজী পাড়া বযেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এর উদ্বোধনী ম্যাচ কর্ণফুলী বালুচর মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা জানুয়ারী) বিকালে কর্ণফুলী বালুচর মাঠে মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেইন গ্লোবাল ইউকে এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাজ্জাদুল ইসলাম সাজু।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তরুন রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ হাসান মুরাদ।
আরমান আকিবের সঞ্চালনে উদ্বোধনী বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের আজীবন সদস্য সাংবাদিক এয়াকুব আলী মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুর হক( হিরু), শিক্ষানুরাগী অধ্যাপক মোঃ শওকত হোসেন, কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মুছা সওদাগর, আইএফআইসি ব্যাংক সিনিয়র অফিসার মোঃ আজিম উল্লাহ, তরুন উদ্যোক্তা প্রকৌশলী মোঃ ওসমান, ইউপি মেম্বার বেলাল হোসেন প্রমুখ।
উদ্বোধনী খেলায় জাবেদ বিপি স্কোয়াডকে ৩-০ গোলে পরাজিত করে মরমপাড়া জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে আয়োজকের পক্ষে অতিথিদের সমম্মনা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।