নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক মিনাগাজীর টিলা যুব সমাজের উদ্যোগে দিনব্যাপি এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক ব্যবস্থাপনায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাদে আসর হতে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক ব্যবস্থাপনায় হাবিলদার (অব) আহমদ সৈয়দ ও মোহাম্মদ শাহ আলম এর সভাপতিত্বে মিনাগাজীর টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মুফাসসিরের আলোচনা পেশ করেন, এটিএন বাংলা, বাংলাভিশন ও চ্যানেল 24 ইসলামী আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা মাহমুদুল হাসান (রাজশাহী)।
বিশেষ ওয়ায়েজের নসীহত পেশ করেন,চট্টগ্রাম আল-জামেয়াতুল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মো: আকতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামির আমীর মুহাম্মদ হাসান মুরাদ।
মাওলানা আরফাত হোসেনের সঞ্চলানায় বিশেষ অতিথির আলোচনা পেশ করেন, চট্টগ্রাম রুমা ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফোরকান উদ্দিন, কালাগাজীর বাড়ী জামে মসজিদ খতিব মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন,শিলক মুহিউস সুন্নাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আজিজুল হাসান,মাওলানা আহমদ রেজা
হাফেজ মাওলানা আরফাত হোসেন, ক্বারি আবু তাহের, মাওলানা কাজি সাব্বির আহমদ, মাওলানা মোঃ শহিদুল্লাহ ও মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
এই সময় বক্তারা বলেন- আল-কোরআন হচ্ছে মানবজাতির একমাত্র মুক্তির পথ, রাসূল (সাঃ) হচ্ছে একমাত্র আলোর পথে দিশারী, সমাজ এবং দেশ সাজাতে কোরআন সুন্নাহ বিকল্প নেই। ফিলিস্তীন, কাশ্মীর, চেচনিয়া-বসনিয়া সহ সমগ্র মুসলিম জাহানে মুসলমান ভাই-বোনরা আজকে নির্যাতিত, নিপীড়িত , প্রিয় নবীজির আর্দশে ধারন করে মুসলিম উম্মাকে এগিয়ে যেতে হবে আর সে উম্মার কাজটা বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। দেশ ও জাতি গঠনের জন্য এবং সৎ লোকের শাসনের জন্য ইসলামী আনন্দোলনের বিকল্প নেই। আর সহজ দিশারী পথের জন্য তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে অন্যতম উৎস।
তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হামিদুল হক, মোঃ বকতিয়ার হোসেন,মোঃ বশির আহমদ, মোঃ শাহাদাত হোসেন মনি,মঈন উদ্দীন মিসবাহ, মোঃ সেলিম উদ্দিন,মোঃ জানে আলম, মাওলানা, আহমদ রেজা,মাওলানা আনোয়ার, হাফেজ মাওলানা, আরফাত হোসেন,মোঃ বেলাল, মোঃ নঈম উদ্দিন, মোঃ আরিফ হোসেন,মোঃ সাইফুদ্দিন, মোঃ আবদুল মান্নান,মোঃ রবিন,মোঃ জাবেদ, মোঃ সানাউল্লাহ, মোঃ তৈয়ব, মোঃ ওসমান,আব্দুল মন্নান, মোঃ ইস্কান্দার হোসেন এলাকাবাসী ও প্রবাসীবৃন্দ।