নিউজ ডেস্ক : রাঙ্গুনিয়া পদুয়ায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচিসহ নানা আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে গত বুধবার দুপুরে পদুয়ার ঐতিহ্যবাহী রাজারহাট বাজার মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য রর্যালী বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে রাজারহাট বাজার মাঠে কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয়।
১০নং পদুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ডাঃ দয়াল হরিশীল।
অনুষ্ঠানে আশিক,রিকন,রফিক এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,দেলোয়ার তালুকদার,আবু তালেব,শাহাদাত হোসেন হেলেন,আলহাজ নুরুল আলম,নাইম উদ্দীন,জাহেদুল আলম চৌধুরী,জালাল উদ্দিন,মোঃ আনোয়ার ইসলাম,কামাল উদ্দিন,ডা:আবদুল মোনাফ,ছাত্রনেতা রবিউল, আজাদ, মেহেরাজ, রাশেল,বাহাদুর,আবদুর রহমান রাকিব ও রহমতসহ আরো অনেকেই।