
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিলক শ্রীশ্রী গৌরাঙ্গ মন্দির ও সেবাশ্রমের উদ্যোগে উত্তরায়ন তিথি উপলক্ষে সোমবার (১৩ জানুয়ারী) হতে ২ দিরব্যাপী মন্দির প্রাঙ্গনে ধর্মীয় মহাসম্মেলন ও ৫১তম অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব, নামসুধা পরিবেশনা, গীতা প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা, ধর্মীয় সংগীতাঞ্জলী, গৌড় লীলা প্রদর্শনীসহ নানা কর্মসূচী পালনের মধ্য দিয়েগভীর ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালিত হয়।

সোমবার সকাল ১০ টায় গীতা প্রতিযোগিতার মাধ্যমে ২ দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

ধর্মীয় সভায় মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি কাঞ্চন দাশের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শান্ত দে রাজু।


অতিথি ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ স্বদেশ চক্রবর্ত্তী, কক্সবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. সুজিত কুমার দেব, শিলক গৌরাঙ্গ মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা. অধীর রঞ্জন দাশগুপ্ত, সাধারণ সম্পাদক লাবলু দাশ, তপন আচার্য্য, বাবুল দাশ বাবু প্রমুখ।

দুইদিনব্যাপী এই অনুষ্ঠানে দূর দূরান্তর থেকে ২০ হাজারের অধিক সনাতনী সম্প্রদায়ের সমাগম হয়েছে বলে জানান আয়োজকেরা। তাদের দুপুরের খাবার পরিবেশন করা হয়। এদিকে গৌরাঙ্গ মন্দির ও সেবাশ্রম মাঠ প্রাঙ্গনে এক বিশাল মেলাও বসতে দেখা যায়,যেখানে ভক্তদের আনন্দ মুখর পরিবেশে জরুরি জিনিস পত্র কিনতে দেখা যায়।



অনুষ্ঠানে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
