
নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক আল্লামা সাঈদী স্মৃতি সংসদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বাদে আসর হতে রাত ব্যাপি শিলক মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ প্রাঙ্গনে তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম আন্তার্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান।

প্রধান মুফাস্সির হিসেবে উপস্থিত ছিলেন,আন্তার্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সিরে কোরআন,চট্টগ্রাম আন্তার্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ মাওলানা ড.বি এম মফিজুর রহমান আল- আজহারী।
বিশেষ মুফাস্সির হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দারুল উলুম মাদরাসার প্রধান মুহাদ্দিস ও মুরাদপুর হযরত বেলাল (রা.) জামে মসজিদের খতিব মাওলানা আহমদুর রহমান নদভী।
আল্লামা সাঈদী স্মৃতি সংসদের সভাপতি মো: খুরশীদ আলম ও সাধারণ সম্পাদকের যৌথ সঞ্চালনায়,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ, কালাগাজী পাড়া জামে মসজিদের খতিব ও সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন, রাঙ্গামাটি আল-আমিন ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা ইসমাইল হোসেন,বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ শহিদুল্লাহ চৌধুরী,বিশিষ্ট ব্যাংকার ও মোহাম্মদ শাহ ডিগ্রি কলেজের সভাপতি মাওলানা কাজী মুহাম্মদ ইরফানুল হক,চট্টগ্রাম রুমা ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লি: ম্যানেজং ডিরেক্টর মাওলানা আবু জাফর মোহাম্মদ ফোরকান উদ্দিন,শিলক বহদ্দার পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শামসুদ্দিন ও রাঙ্গুনিয়া উপজেলা কেন্দীয় জামে মসজিদের খতিব মাওলানা রহমত উল্লাহ প্রমুখ।
এই সময় বক্তরা বলেন- আল্লামা সাঈদী একজন কোরআনে পাখি, আল্লাহ রাসূলের কোরআন দাওয়াত পৌঁছাতে গিয়ে জালিমের রোষানলে পড়ে ফ্যাসিবাদ সরকার দমন পীড়ন করেও বিন্দু পরিমান দাওয়াতি কাজ থেকে বিরত থাকেননি
অশান্ত পৃথিবীতে শান্তির পয়গাম নিয়ে ধরাপৃষ্ঠে ইসলামের আগমন। বিশ্ববাসীর জীবন থেকে চিরকালের জন্য অশান্তিকে বিদায় জানাতে যার আগমন তাতে একমুহূর্তে জন্যও নেই অশান্তির সমর্থন!
মানবরচিত শান্তিকে আসল শান্তি মনে করে যারা ইসলাম কবুল করেনি কিংবা ইসলাম কবুল করার পরও বিজাতীয় কৃষ্টি কালচারের অনুসরণ ও অনুশীলন করেছে যারা পরকালে তারাই হবে মহা ক্ষতিগ্রস্ত, দেশ ও জাতির কল্যাণের জন্য কোরআন সুন্নাহ আলোকে তাফসিরুল কোরআন মাহফিলে বিকল্প নেই।
মাহফিলে সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত, হামদ ও নাত সবার দৃষ্টি আকর্ষণ করেছে। মাহফিলে নানা পরিবেশনা ছিল মুগ্ধ করার মতো।
মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন সর্জেন্ট (অব.) আবুল কালাম, আব্দুল গফুর সহ এলাকাবাসী ও প্রবাসীবৃন্দ।
শেষে মোনাজাতের মাধ্যমে তাফসিরুল কুরআন মাহফিল সমাপ্ত হয়। এতে দেশ,জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।