
নিউজ ডেস্ক: অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহনমূলক একটি নির্বাচনের মধ্যমে দেশে গনতন্ত্রের পুনর্গঠন করাই বিএনপির একমাত্র লক্ষ।
বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন ❝আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব❞ বাস্তবায়ন করতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ।
অসাম্প্রদায়িক গনতন্ত্রকামী ১৮ কোটি মানুষের আস্থা ও ভালোবাসার এক সংগঠনের নাম ❝বিএনপি❞।দেশের প্রতিটি ক্লান্তিলগ্নে এই দলের প্রতিটি কর্মী তাদের রক্তঘামে এই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
বিএনপি ১৭ বছর যাবৎ ভোটাধিকার গনতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করেছে, বিএনপি যদি ক্ষমতা লোভী হতো তাহলে ২০২৩ সালে এক রাতে ২০হাজার নেতাকর্মীদের জেল থেকে মুক্তি দেওয়াসহ অসংখ্য লোভনীয় প্রস্তাবের বিনিময়ে ডামি নির্বাচন প্রত্যাখ্যান করতো না। অনেক আন্দোলন সংগ্রাম ও রক্তপাতের পরেও বিএনপি আজকের দিন পর্যন্ত জনগণের পক্ষের জন্য লড়াই করে যাচ্ছে, যারা বিপ্লব বিপ্লব বলে ফেইসবুক ফাটিয়ে ফেলেছেন, সেই বিপ্লবে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন ছাত্রদলের ৩২ জন কর্মী শহীদ হন।
বাংলাদেশে এমন কোন রাজনৈতিক সংঘঠন আছে কিনা আমার জানা নেই যারা শুধু দেশের মানুষের অধিকার আদায়ের জন্য বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, এছাড়াও জুলাই বিপ্লবের অন্যতম প্রথম শহীদ ওয়াসিম আকরাম তিনিও একজন ছাত্রদলের কর্মী। ছাত্রদল শুধু বিএনপির শাখা নয় দেশের সাধারণ-শিক্ষার্থীবান্ধব সংগঠনও বটে। তাই যারা নির্বাচন মানেই বিএনপি ক্ষমতা পাওয়া ভেবে ভয় পাচ্ছেন তাদের বলতে চাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা পড়েন। তাহলেই বুঝতে পারবেন আগামীর বাংলাদেশ কী চায়।