
নিউজ ডেস্ক: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার আওতাধীন ১৪ নম্বর দক্ষিণ রাজানগর ইউনিয়ন শাখা কার্যকরী পরিষদ ২০১৪-২০১৬ ও ২০১৬-২০১৯-এর সাধারণ সম্পাদক এবং ২০১৯-২০২৩-এর সহ-সভাপতি মুহাম্মদ সালাহ্ উদ্দীন কবির চৌধুরী আজ ২৭ জানুয়ারী ২০২৫ খ্রি. সোমবার, সকাল ৮টায় ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তিকালে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ, দফতর সম্পাদক খোরশেদ আলম ফারুকী, সংস্থার লিগ্যাল এইড বোর্ডের চেয়ারম্যান (চীফ অব প্যানেল ল’ইয়ার) অ্যাডভোকেট মুহাম্মদ লিয়াকত আলী নূর, সচিব অ্যাডভোকেট এম এ নাসের চৌধুরী, জুরি অ্যান্ড আর্বিট্রেশন বোর্ডের চেয়ারম্যান (চীফ অব প্যানেল মেডিয়েটর) সৈয়দ ফজলুল করিম মিনা, সচিব এম এ মান্নান চৌধুরী, দক্ষিণ রাজানগর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্যানেল মেডিয়েটর আজিজুল ইসলাম চৌধুরী মনু, কে এম গিয়াস উদ্দিন শাহ্জাহান, দক্ষিণ রাজানগর ইউনিয়ন শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক ও সাধারণ সম্পাদক অধ্যাপক গফুর আহমদ যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে মরহুমে রূহের মাগফিরাত কামনা করেন।
মানবাধিকার নেতৃবৃন্দ মরহুমের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।