
রাঙ্গুনিয়া পদুয়া আদ-দাওয়াহ্ সংগঠনের উদ্যোগে রাসূল (সা.) এর জীবনীর উপর সীরাতুন্নবী (সাঃ) কুইজ প্রতিযোগিতার ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (২ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রী কলেজেের হল রুমে অধ্যক্ষ কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন সুখবিলাস ইসলামিক মিশনারি সেন্টারের নির্বাহী পরিচালক ও হাটহাজারী আল-হুদা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়েখ মীর মোহাম্মদ কাছেম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী আমেনা গ্রুপের চেয়ারম্যান ও রাজশাহী ইসলামিয়া কমপ্লেক্সের উপদেষ্টা ড.ফজলুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক লায়ন শওকত আলী নূর।

রাজস্থলী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতীব মাওঃ হাফেজ তাওহীদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওঃ শওকত হোসেন,

সুখবিলাস তালিমুল কুরআন বালিকা মাদরাসার নির্বাহী পরিচালক ও চন্দ্রঘোনা আল-হেরা বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওঃ নাসীরুদ্দীন,

সুখবিলাস মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মুফতি সাইফুল ইসলাম, রাজস্থলী বাজার জামে মসজিদের খতিব মাওঃ নূরুল হক,উদালবনিয়া আয়েশা সিদ্দিকা (রাঃ) মাদ্রাসার পরিচালক মাওঃ কামালুদ্দীন, বাঙ্গালহালিয়া ইউনুছিয়া কাছেমুল উলুম মাদ্রাসার পরিচালক মাওঃ ইদ্রীস,পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আ ন ম আনিসুর রহমান,উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওঃ দিদার,সাবেক ইউপি সচিব আলহাজ্ব খোরশেদ আলম চৌধুরী,পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইকবাল হোসেন তালুকদার,তা’লীমুল কুরআন বালিকা মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক মাওঃ উমর ফারুক,মাওঃ নজরুল ইসলাম,মাও: লোকমান,মাওঃ ক্বারী আবু বকর ও সুখবিলাস মাদ্রাসার শিক্ষক মাওঃ মিনহাজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. ফজলুল করিম বলেন, “মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত হিসেবে পৃথিবীতে আগমন করেছিলেন। আমরা তার অনুসারী হিসেবে আমাদেরও উচিত বিশ্ব মানবতার কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রাখা। সব রকমের বিশৃঙ্খলা থেকে মুক্ত থেকে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখাই রাসুলের অনুপম আদর্শের অন্যতম শিক্ষা।”

বিশেষ অতিথি লায়ন শওকত আলী নূর বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শের প্রতীক। এটি মানুষের কথা নয় বরং বিশ্বমানবতার জন্য আদর্শ হিসেবে স্বয়ং আল্লাহ তায়ালাই তাঁকে এ দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূল (সা.) এর জীবনের প্রতিটি কাজই মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক, সামাজিক জীবন এমনকি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নীতিও আমাদের জন্য এক অনন্য অতুলনীয় আদর্শ।

মাওঃ মীর কাসেম বলেন, “রাসুলুল্লাহ সা. এর সিরাত গবেষণা করতে হবে সিরাতের ক্ল্যাসিক্যাল গ্রন্থগুলো থেকে। তাহলে রাসুলুল্লাহর জীবনের উদ্দেশ্যগুলো সুন্দরভাবে জানা সহজ হবে।”

আলোচনা শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা।
উল্লেখ্য,গত নভেম্বর ২০২৪ মাসে অনুষ্ঠিত সিরাত কুইজ প্রতিযোগীতায় ৮টি প্রতিষ্ঠান থেকে ৪৭০ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। এসময় প্রতিযোগীদের মধ্য থেকে সার্বিকভাবে প্রথম ২৭ জনকে পুরস্কৃত করা হয়।এতে সার্বজনীনভাবে ৩ জনকে শ্রেষ্ঠ প্রতিযোগী হিসেবে পুরস্কৃত করা হয়। আর বাকি ২৪ জনকে লটারীর মাধ্যমে প্রাতিষ্ঠানিকভাবে যথাক্রমে ১ম,২য় ও ৩য় স্থান নির্ধারণ করে পুরস্কৃত করা হয়।
সার্বজনীনভাবে শ্রেষ্ঠ ৩জন প্রতিযোগী যথাক্রমে- ১ম স্থান অধিকার করেন বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী মো: ইসমাইল হোসেন,২য় স্থান অধিকার করেন উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী নুরাইন ওয়াহেদ নাদিয়া ও ৩য় স্থান অধিকার করেন দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী শাহিন সুলতানা।

এই প্রতিযোগিতার প্রধান আয়োজক মাও: নাসির উদ্দিন বলেন, “মানবজীবনের জন্য অপরিহার্য জীবনপদ্ধতি হিসেবে রাসূলের (সা.) আদর্শ অনুসরণীয়। তার জীবনের প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে মানবজীবনের জন্য মুক্তি। আর তা আহরণের জন্য সিরাত পাঠের কোনো বিকল্প নেই। রাঙ্গুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই মহত্তম জীবনাদর্শের সাথে পরিচয় করিয়ে দেওয়ার নিমিত্তে আমরা এই উদ্যোগ গ্রহণ করি। পূর্বের কোন ধারাবাহিকতা না থাকা স্বত্তেও আমাদের এমন ব্যতিক্রমী উদ্যোগ সফল হওয়ার পিছনের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মুবিনুল হক চৌধুরী, একদল স্বেচ্ছাসেবী সহপাঠী ও স্নেহের ছাত্রদের ভূমিকা ছিল অপরসীম। আমি মহান আল্লাহ তায়ালা দরবারে দুআ করি যাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে কবুল করেন,আমিন।এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং রাঙ্গুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাধারণ শিক্ষার্থীরা সর্বকালের সেরা মানবজীবনী পাঠ করার মাধ্যমে জীবন গড়ার প্রত্যয় করবেন।”

আয়োজকদের পক্ষে মাওঃ মুফতী হাফেজ তাওহীদুল ইসলাম বলেন, “সর্বশেষ নবী মানবজাতির পথপ্রদর্শক হযরত মুহাম্মদ (সা) এর সিরাত নিয়ে রাঙ্গুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ইতিহাসে ব্যতিক্রমধর্মী এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। এই প্রতিযোগিতাটি সকলকে রাসুল (সা.) এর সিরাত নিয়ে জানার সুযোগ ও আগ্রহ সৃষ্টির একটি জায়গা করে দেয়ার প্রয়াস করেছে।প্রতিটি ঘরে রাসুল (সা) এর সিরাত বিকশিত হোক এটাই আমাদের লক্ষ্য।” শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মো:আমিন,মো: রিফাত,সরোয়ার ও আইয়ুব প্রমুখ।