
নিউজ ডেস্ক: চট্টগ্রাম হাটহাজারী সার্কেলের এডিশনাল এস.পি কাজী মোঃ তারেক আজিজ গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পরিদর্শন করেন।
এ সময় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয় খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহদুল ইসলাম,রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম,ওহাটহাজারী থানার ওসিআবু মাহমুদ কাওসার হোসেন ও রাউজান থানার ওসি একে এম সফিকুল আলম চৌধুরী।
পরিদর্শনকালে তিনি বলেন, জনসাধারণের সার্বিক জানমালের নিরাপত্তার লক্ষ্যে কাজ করছে পুলিশ, এলাকা অপরাধমুক্ত রাখতে ও নাগরিক নিরাপত্তা বিধানে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।