
নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া সীমান্তবর্তী রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকায় সম্প্রতি ২৪ ঘণ্টার ব্যবধানে দুই যুবক-যুবতী খুন হয়েছে। এ দুই খুনের ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায়, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উপজেলার সীমান্তবর্তী রাঙ্গামাটির জেলাধীন কাউখালীর উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ডাকবাংলো এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় অজ্ঞাত যুবকের লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা লাশটির মুখে এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের ক্ষত চিহ্ন দেখে কাউখালী থানার পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে পরে জানতে পারে স্থানীয় শামীম কোম্পানির ইটভাটার শ্রমিক ইঞ্জিল মিস্ত্রি নাম টিটু (৩৫) বলে সনাক্ত করে। খুন হাওয়া শ্রমিক পাশ্ববর্তী রাউজান উপজেলার বাসিন্দা।
এই খুনের ২৪ ঘন্টা পূর্বে গত সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায়, একই থানাধীন বেতবুনিয়া ইউনিয়নের পেশকারঘোনা এলাকার এক যুবতী খুনের শিকার হয়।
এই খুনের শিকার যুবতী একই এলাকার স্থানীয় বাসিন্দা তৃতীয় লিঙ্গের যুবতী শীলার (৩৫) বলে জানা যায়। গলাকাটা অবস্থায় পরদিন সকালে নিজ বাড়ি থেকে মরদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
স্থানীয়রা জানায়, গত রোববার রাতে অজ্ঞাত পাঁচ ব্যক্তি শীলার ঘরে প্রবেশ করতে দেখেছে, এভাবে যুবতী শিলার ঘরে প্রতিদিন অজ্ঞাত লোকের আসা যাওয়া করতো। কিন্তু পরদিন বিকেলে তার সাড়া শব্দ না পেয়ে এলাকাবাসীরা রক্তের শ্রোত দেখে পুলিশকে খবর দিলে কাউখালী থানার পুলিশ যুবতীর গলাকাটা লাশ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে মাদক সেবনের আলামতসহ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেছে। ২৪ ঘন্টা ব্যাবধানে ২টি হত্যা কান্ডের ঘটনায় এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ সংবাদ মাধ্যমকে জানান, পৃথক দুই হত্যাকান্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের চেষ্টায় তদন্তের কাজ চালিয়ে যাচ্ছেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।