
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে গোয়াল থেকে কৃষকের ৭টি গরু লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।
গত মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার লালানগর ও দক্ষিণ রাজানগর ইউনিয়নে তিনজন মালিকের গোয়ালঘর থেকে পৃথকভাবে গরুগুলো চুরি করে নিয়ে যায় চোরের দল। ভোরে গোয়ালঘরে গেলে গরু লুটের বিষয়টি বুঝতে পারেন ভুক্তভোগী কৃষকরা।
এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তারা। চুরি যাওয়া গরুগুলোর মূল্য আনুমানিক ৬ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম সংবাদ মাধ্যমকে বলেন, গরুগুলো উদ্ধারসহ জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।