
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ায় ওয়ালীদ স্মৃতি সংসদের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ ম্যাচ উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকালে ওয়ালীদ স্মৃতি সংসদের সভাপতি মো: নাঈম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ নিজাম উদ্দিন।


প্রধান বক্তা ছিলেন শিলক ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নিশাদ সিকদার।

ওয়ালীদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নূর মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী মো: আজাদ,রাজাপাড়া ফুটবল একাদশের টিম ম্যানেজার মো.: মামুন,হাজী দিল আহমদ ও রহমত উল্লাহ প্রমুখ।

খেলায় রাজাপাড়া ফুটবল একাদশ বনাম রাঙ্গুনিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি প্রতিদ্বন্দ্ধিতা করে। এতে রাজাপাড়া ফুটবল একাদশকে ৪-০ গোলে পরাজিত করে রাঙ্গুনিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বাবর।


এদিকে খেলার রেফারির দায়িত্ব পালন করেন চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের রেফারি মোহাম্মদ হুমায়ুন রশিদ,সহকারী হিসেবে রেফারির দায়িত্ব পালন করেন দিদারুল ইসলাম ও রফিকুল ইসলাম। খেলায় ধারাভাষ্যে ছিলেন মো: সাকিবুল ইসলাম।




ওয়ালীদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৭ম ম্যাচ আগামী শুক্রবার (৭ফেব্রুয়ারি) বিকালে উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে খুরুশিয়া ইয়াং স্টার ক্লাব বনাম সুখবিলাস একতা সংঘের মাঝে ম্যাচ অনুষ্ঠিত হবে।