
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ায় ওয়ালীদ স্মৃতি সংসদের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৭ম ম্যাচ উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকালে ১০ নং পদুয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য, খুরুশিয়া উচ্চবিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মো: আব্দুল জলিল মেম্বার। প্রধান মেহমান ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো: জাহেদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর সোহেল রানা।

ওয়ালীদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জামাল উদ্দিন,নাঈম উদ্দিন,জাহেদুল ইসলাম,আবু তালেব ও জসিম উদ্দিন প্রমুখ।




খেলায় খুরুশিয়া ইয়াং স্টার ক্লাব বনাম সুখবিলাস একতা সংঘ প্রতিদ্বন্দ্ধিতা করে। এতে ট্রাইবেকারে সুখবিলাস একতা সংঘ বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় গোল রক্ষক সুমন।

এদিকে খেলার রেফারির দায়িত্ব পালন করেন চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের রেফারি মোহাম্মদ ইসহাক,সহকারী হিসেবে রেফারির দায়িত্ব পালন করেন দিদারুল ইসলাম ও ইফতেখারুল আলম। খেলায় ধারাভাষ্যে ছিলেন মো: সাকিবুল ইসলাম।

ওয়ালীদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৮ম ম্যাচ আগামী শনিবার (৮ফেব্রুয়ারি) বিকালে উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পদুয়া ইউনিয়ন যুবদল (বাটানক পাহাড়) বনাম সরফভাটা ফুটবল একাদশের মাঝে ম্যাচ অনুষ্ঠিত হবে।