
নিউজ ডেস্ক: ওয়ালীদ স্মৃতি উম্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের খেলা শেষ হয়েছে আজ শনিবার পদুয়া ইউনিয়ন যুবদল (বাটানা পাহাড়) বনাম সরফভাটা ফুটবল একাদশ মধ্যকার ম্যাচের মাধ্যমে।
আগামী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) থেকে ওয়ালীদ স্মৃতি উম্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের খেলাগুলো শুরু হবে।
ওয়ালীদ স্মৃতি উম্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আটটি দল হচ্ছে- সুখবিলাস একতা সংঘ, লাল সবুজ পদুয়া একাদশ, ১০ নং পদুয়া ইউনিয়ন যুবদল (বাটানা পাহাড়),গুরুন আলী যুব পরিষদ, শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ,পদুয়া একতা সংঘ, পদুয়া এলাভেন সুপারষ্টার ও রাঙ্গুনিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি।
আগামী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) কোয়ার্টার ফাইনালের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সুখবিলাস একতা সংঘ বনাম লাল সবুজ পদুয়া একাদশ। উত্তর পদুয়া বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে বিকালে ম্যাচটি শুরু হবে।
কোয়ার্টার ফাইনালের অন্যান্য টিমের ম্যাচগুলো যথাক্রমে :- আগামী (১৪ ফেব্রুয়ারি) শুক্রবার ১০ নং পদুয়া ইউনিয়ন যুবদল (বাটানা পাহাড়) বনাম গুরুন আলী যুব পরিষদ।
(১৫ ফেব্রুয়ারি) শনিবার শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ বনাম পদুয়া একতা সংঘ ও আগামী (১৬ ফেব্রুয়ারি) পদুয়া এলাভেন সুপারষ্টার বনাম রাঙ্গুনিয়া খেলোয়াড় কল্যাণ সমিতির মধ্যকার অনুষ্ঠিত হবে।