
নিউজ ডেস্ক: দক্ষিণ রাঙ্গুুনিয়া পদুয়া সারাশিয়া গ্রামে প্রবাসী জাহাঙ্গীরের ঘরে ডাকাতী ও সন্ত্রাসী গ্রুপ কর্তৃক নজীরবিহীন লুটপাট ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলার চিহ্নিত আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সারাশিয়া এলাকাবাসীসহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ডাকাতি,লুট ও ডাকাতের হাতে অত্যচার ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলার চিহ্নিত আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে কয়েকশো মানুষ এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।


পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক হয়ে রাজারহাট বাজার ঘুরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সামনে গিয়ে শেষ হয়।

প্রবাসী জাহাঙ্গীর আলম বলেন, গত ৩ ফেব্রুয়ারি রাতে আমাদের বাড়িতে এলাকার কিছু ডাকাত ঘরে প্রবেশ করে বাড়িতে লুটপাট চালায়,বাড়িতে কোন পুরুষ না থানায় ডাকাতরা মহিলাদের উপর স্বর্ণ ও টাকার জন্য অত্যাচার করে,পরে আমি বাড়িতে এসে সিসিটিভি ফুটেজ দেখে রুবেল ও সাহেদসহ আরো কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা করি,মামলা করায় এখন আমাদেরকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।


দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়,পদুয়া সারাশিয়া গ্রামের প্রবাসী জাহাঙ্গীরের বাড়িতে কিছুদিন পূর্বে চুরি হয়, এব্যাপারে থানায় একটি মামলা হয়েছ, এ মামলায় আটক কয়েকজনকে কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি, হামলার প্রধান আসামিসহ বাকিদের ধরতে আমাদের চেষ্টা অবশ্যই অব্যাহত থাকবে।


এদিকে মানববন্ধনে প্রবাসী জাহাঙ্গীর আলম ঘোষণা করেন মামলার প্রধান দুই আসামী মোঃ রুবেল ও সাহেব কে ধরিয়ে দিলে নগদ ২ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে। মানববন্ধনে আরো জানানো হয় অতি শীঘ্রই আসামিদের গ্রেপ্তার করা না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।


স্থানীয়রা জানান, কিছুদিন ধরে পদুয়া বিভিন্ন স্থানে বেড়েছে অত্যাচার-চুরি-ডাকাতি। রাত গভীর হলেই নেমে আসছে বিভীষিকা। এলাকায় ডাকাতের ভয়ে নারী-শিশুসহ সারাশিয়া গ্রামের মধ্যে আতংক ছড়িয়ে পরে। এক পর্যায়ে প্রতিটি গ্রামে নারী পুরুষরা হাতে লাঠি সোটা নিয়ে ডাকাতদের প্রতিহত করতে রাতে বাড়ি উঠোনে দাঁড়িয়ে থাকে।

রাত দীর্ঘ হতে হতে ভোর হয়,কারো চোখে ঘুম নেই। বর্তমানে এভাবেই পদুয়া সারাশিয়া গ্রামের মানুষদের রাত কাটছে। আমরা পবাসীর ঘরে ডাকাতী ও সন্ত্রাসী গ্রুপ কর্তৃক নজীরবিহীন লুটপাট ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলার চিহ্নিত আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।