
নিউজ ডেস্ক:- চট্রগ্রামের রাঙ্গুনিয়া উত্তর পদুয়া হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ মুহাম্মদ আবদুচ্ ছত্তার শাহ রাহমাতুল্লাহি আলাইহি আল কাদেরীর ৬৩তম বার্ষিক ওরশ শরীফ ও উত্তর পদুয়া ছত্তারিয়া সেহাবিয়া সুন্নিয়া হেফজখানা এতিমখানার সালানা জলসা ও ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠান গত সোমবার (১০ ফেব্রুয়ারি) ছত্তারিয়া দরবার শরীফের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

আবদুচ্ ছত্তার শাহ্ বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আজিমুশমান মিলাদ ও ছেমা মাহফিলের আয়োজন করা হয়েছে।



মাহফিলে আলহাজ্ব কাজী মোরশেদ আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন সৈয়দ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী। উদ্বোধক ছিলেন মাওলানা কাজী মুহাম্মদ রফিকুল ইসলাম নূরী, মেহেমানে আলা মাওলানা মুহাম্মদ হাফেজ সোলাইমান আনছারী আল-কাদেরী, প্রধান ওয়ায়েজিন মাওলানা আ.ন.ম কাজী মুহাম্মদ নাজমুল হোসাইন নঈমী, প্রধান বক্তা মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী, বিশেষ বক্তা মাওলানা মুহাম্মদ কফিল উদ্দীন, মাওলানা অধ্যক্ষ জানে আল নেজামী। এছাড়া অনেক আলেম ওলামা উপস্থিত ছিলেন।

আবদুচ্ ছত্তার শাহ্ এর বার্ষিক ওরশ পরিচালনা ও সার্বিকভাবে সহযোগীতা করেন কাদেরীয়া রজভীয়া ছত্তারিয়া দরবার শরীফের সাজ্জাদানশীল কে.এম.এম শহীদুল্লাহ মুন্সি (এম.এ)।

এদিকে বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে সকাল থেকে পবিত্র খতমে কোরআন শরীফ, বাদে যোহর পবিত্র খতমে গাউছিয়া শরীফ, বাদে এশার পর থেকে মাহফিল ও ছেমা মাহফিল,বাদে ফজর আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ করা হয়।
