
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া পদুয়ায় ‘বন্ধুত্বের আহ্বানে- “ভুলের যাবার ৯ -আমরা সবাই ১” স্লোগান নিয়ে এস.এস.সি ১৯৯১ ব্যাচের বিভিন্ন জায়গায় অবস্থানরত বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিন রাঙ্গুনিয়া উত্তর পদুয়া বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও দক্ষিণ রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের সভাপতি লায়ন শওকত আলী নুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজী জাহাঙ্গীর আলম,

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উন্নয়ন সচিব অনুজ কুমার বড়ুয়া ও পদুয়া ডিগ্রি কলেজের গভর্নিং বর্ডির বিদ্যুৎসাহী সদস্য নাসির উদ্দিন।



এসময় ৯১ ব্যাচের মধ্য হতে উপস্থিত ছিলেন ওয়ালীদ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা করিম উদ্দিন,জয়নাল,ওসমান,প্রবীর দাশ,বিদ্যা সাগর,আলমগীর, গিয়াস উদ্দিন বাবুল, জাহেদ, পূরবী,রুনু,চম্পা,শেলী,শান্তি,সাগরা বেগম,সুভাষ শীল, ভুট্টাো, মানিক,অজিদ ও আব্দুল করিম প্রমূখ।

আয়োজকরা বলেন, আমরা যারা এস এস সি ৯১ সালে লেখাপড়া করেছি তাদের সকলকে একটি প্লাটফর্মে এনে বন্ধুদের সাথে আলাপ-আলোচনা করে দেশের অনুন্নত জনগোষ্ঠীর জন্য কিছু করতে চাই।

আয়োজনের মধ্যে ছিল ওয়ালীদ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত উম্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা, পরিচিতি সভা, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক ও দুপুরের খাবার। দিনব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন করেন আগত অতিথিরা।


প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন ৯১ ব্যাচের মিলন মেলার সদস্যরা।

আলোচনা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় গান আবৃত্তি পরিবেশন করেন সংগীতপ্রেমী বন্ধুরা।





প্রধান অতিথির বক্তব্যে বলেন, মিলন মেলা আয়োজনের মাধ্যমে বন্ধুরা স্কুল জীবনের স্মৃতিতে ফিরে যেতে পারছে। বর্তমানে কর্মজীবনে বন্ধুরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে চিঠিয়ে থাকলেও এই আয়োজনের মাধ্যমে তারা একজন আর একজনের খোঁজ খবর নিতে পারছে এবং সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারছে। তিনি এই উদ্যোগের সফলতা কামনা করেন।


আগত অতিথিরা অতিথিরা বক্তব্যে আরো বলেন, এই মিলন মেলার মাধ্যমে আপনাদের বন্ধুদের মাঝে সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় হবে। এই বন্ধন সারাজীবন অটুট থাক সেই প্রত্যাশা তারা করেন।