নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফলহারিয়া ফলাহারিয়া হযরত পাঠান আউলিয়া (রহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার সালানা জলসা এবং পাঠান আউলিয়া (রহঃ) এর বার্ষিক ওরশ যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ফলাহারিয়া হযরত পাঠান আউলিয়া (রহঃ) মাদ্রাসা পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে এই অনুষ্ঠান পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল এদিন বাদে জোহর থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বেরাত, নাতে রাসূল (সাঃ) ও বক্তব্য প্রতিযোগিতা, বাদে আছর থেকে জিকিরে মুস্তফা (সাঃ), দ্বীনি শিক্ষার গুরুত্ব ও আউলিয়া কেরামের জীবনী আলোচনা করা হয়েছে।

আয়োজিত অনুষ্ঠান মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা হাকিম উদ্দিনের সভাপতিত্বে আগত ওলামায়ে কেরামগণ ধর্মীয় আলোচনা করেন।

অনুষ্ঠিত সালানা জলসায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও: আব্দুল হামিদ নঈমী,মৌলানা সৈয়দ আব্দুস ছত্তার শাহ নকশবন্দী (রহ:)’র সাজ্জাদানশীল সৈয়দ আহসানুল হুদা (সাব্বির) (মা.জি. আ.),কাদেরীয়া রজভীয়া ছত্তারিয়া দরবার শরীফের সাজ্জাদানশীল কে.এম.এম শহীদুল্লাহ মুন্সি (এম.এ),বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম মেম্বার, ডা.সাইর আহমেদ,সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল মেম্বার,মুহাম্মাদ কামাল উদ্দিন,আবদুস সালাম,যুবদল নেতা মুহাম্মাদ শাহজাহান সিকদার,নাছির উদ্দীন রকসি,মুহাম্মদ রাসেল,যুবদল নেতা জহির উদ্দিন বাবর, বিএনপি নেতা বাহাদুর, মাও: জয়নুল আবেদীন কাদেরী, ডা,আবু তাহের, মুহাম্মদ কাদের আলম,আব্দুল হাকিম (সও:),মাও: ওসমান নূরী,মুহাম্মদ ইদ্রিস জনি,নজরুল ইসলাম, আবু তাহের তালুকদার নাজের,বদিউল আলম, আব্দুল মন্নান আল-কাদেরী,আব্দুল বাসিত,মাওলানা মুবিনুল হক,মো: তারেক হোসন,যুবদল নেতা জহির উদ্দিন বাবর, বিএনপি নেতা বাহাদুর,ছাত্র নেতা আব্দুল মন্নান, স্বেচ্ছাসেবক দল নেতা হুমায়ুন কবির,মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব গিয়াস উদ্দিন, ছাত্র দল নেতা জয় চক্রবর্তী,সাইফুল ইসলাম, দাতা সদস্য ইউসুফ, শ্রমিক দল নেতা আবু তালেব, মো: কাউছার,স্বেচ্ছাসেবক দল নেতা মো: রুবেল,শেখ সাইফুল, যুবদল নেতা আবু জাফর,নুরুন্নবী, ছাত্র নেতা মো: মুহিম, আবদুল গফুর ও রেজাউল করিম প্রমুখ।

সালানা জলসায় আগত ওলামায়ে কেরামসহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

জলসায় এলাকার গণ্যব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশগ্রহণ করেন।

এদিকে সম্পূর্ণ মাদ্রাসা,মাজার প্রাঙ্গন ও মাজার এলাকা ওরশ উপলক্ষে বর্ণাঢ্য সাজে ও বর্ণিল আলোকসজ্জা সজ্জিত করা হয়। স্থানীয় ও দূর দূরান্তের ভক্ত অনুরাগীদের পদচারণায় মুখরিত ছিল পুরো এলাকা।

এলাকাজুড়ে উৎসবের আমেজ দেখা দেয়। আগত মেহমানবৃন্দের জন্য মাদ্রাসার পক্ষ থেকে তাবারুক হিসেবে খাবার পরিবেশন করা হয়।
শেষে আখেরি মুনাজাতের মাধ্যমে মাদ্রাসার দাতা সদস্যসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।