
নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় স্বামীর স্বর্ণালংকার, টাকা-পয়সা ও বাসার আসবাবপত্র লুট করে পালিয়ে গেছে স্ত্রী।
ঘটনাটি ঘটেছে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা গ্রামের অফিসটিলা এলাকায়। পালিয়ে যাওয়া স্ত্রীকে হন্যে হয়ে খুঁজছেন প্রবাসী স্বামী নূর নবীর পরিবার।
এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় লুট হওয়া মালামাল ও স্ত্রীকে উদ্ধারে একটি লিখিতভাবে অভিযোগ করেন।
অভিযোগ ও ভুক্তভোগী নুরনবী ও তার পরিবার সূত্রে জানা যায়, পলাতক স্ত্রী কবির আহাম্মদ (৫৩) এর নছিমা আক্তার দম্পতির মেয়ে ইয়াছমিন আক্তারকে ০৭ সাত বছর পূর্বে বিবাহ হয়। গত ০৩ বছর যাবৎ নুর নবীর বাড়িতে অবস্থান করছে। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে।
প্রবাসী নুর নবীর বোন জরিনা বেগম(৫০) জানান,তার ভাই নূর নবী একজন ওমান প্রবাসী। দীর্ঘদিন ধরেই প্রবাসে আছেন নূর নবী। আমার ভাই নুর নবীর স্ত্রী ইয়াছমিন আকতারের পরকীয়া সম্পর্কের জের ধরে গত (১৬ ফেব্রুয়ারী) শনিবার ইয়াছমিন আকতার তার বাচ্চা মোঃ নুর (৪) এবং ৮ লক্ষ টাকা ৫ ভরি স্বর্ণালংকারসহ মোঃ মনির হোসেন (২৬) এর খালার বাসা টাইগার পাস নাসিমার ভাড়া বাসায় চলে যায়। অনেক খোঁজাখুজির পরে একইদিন রাত অনুমান ১০ ঘটিকার সময় ইয়াছমিনের পিতা-মাতা টাইগার পাস এলাকায় গিয়ে ইয়াছমিন ও তার বাচ্চাকে নিয়ে আসে। সে গত (১৯ ফেব্রুয়ারী) বুধবার ইয়াছমিন আকতার তার বাচ্চা রেখে আবারো অজ্ঞাত স্থানে চলে যায়।
এ বিষয়ে জানতে ইয়াছমিন আকতারের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও মোবাইল বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এসআই ইসমাইল জানান,আমরা অভিযোগ পাওয়ার পরে গত ১৬ ফেব্রুয়ারী রাতে তার মা-বাবার মাধ্যমে শহরে টাইগারপাস এলাকার তার খালার বাসা থেকে উদ্ধার করে মা-বাবার কাছে রাখা হয়,সে গত ১৯ ফেব্রুয়ারী আবারো অজ্ঞাত স্থানে চলে যায়। ইয়াছমিন আকতারকে বাসা-বাড়ির কোথাও পাওয়া যাচ্ছে না। পুলিশ ইয়াছমিন আকতারকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
01623481823
বি:দ্র: কেউ যদি খোজ পেয়ে থাকেন এই নাম্বারে 01623481823 যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।