
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ায় নিত্যপণ্যের চন্দ্রঘোনা বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকার অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ মার্চ) বিকালে উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগানে এই অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ ও কয়েকজন ছাত্র প্রতিনিধি।

ইউএনও মাহমুদুল হাসান জানান, রমজান মাসে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রনে রাখতে বাজার পরিস্থিতি মনিটরিং এবং সংশ্লিষ্টদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত এই অভিযান চালানো হচ্ছে।

বুধবার অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৩টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এসময় রমজান মাসে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রনে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। রমজান মাসে দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে রাখতে বাজার পরিস্থিতি নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন তিনি।