
নিউজ ডেস্ক : আজ সোমবার (১৭ মার্চ) সকাল কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে শাকিল নামে এক মাদ্রাসা ছাত্র ডুবে গেছে। তাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছেনা।
সে রাঙ্গুনিয়া কোদালা রাইখালী সোলতানিয়া মাদ্রাসার ছাত্র।
সে পূর্ব কোদালা মোহাম্মদপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে।
যদি কোন হৃদয়বান ব্যাক্তি খোঁজ পেয়ে থাকেন তাহলে নিম্নের 01690002957 নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি।
ঠিকানা : নাম: শাকিল
পিতা: সাইফুল ইসলাম
বাড়ী:- পূর্ব কোদালা মোহাম্মদপুর।
মোবাইল নম্বর : 01690-002957