
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ার বিভিন্ন মাদ্রাসা এ এতিমখানায় আর্থিক অনুদান প্রদান করলো জালাল উদ্দিন মদিনা ফাউন্ডেশন।


‘শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষিত মানুষ দেশের বোঝা নয় তারা দেশের সম্পদ, এই মূলমন্ত্রে জালাল উদ্দিন মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (১৮ মার্চ) রাঙ্গুনিয়ায় অবস্থিত মাদ্রাসা ও এতিমখানাগুলোতে আর্থিক অনুদান প্রদান করে। ফাউন্ডেশনের পক্ষে নগদ আর্থিক অনুদান মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে তুলে দেন জালাল উদ্দিন মদিনা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আইমান জালাল।


এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার,রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নবাব মিয়া চেয়ারম্যান, রাঙ্গুনিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আলী নুর তালুকদার মনি,শিলক ইউনিয়ন যুব দলের আহবায়ক এবিএম আজম খান,শিলক ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল হাফিজ,সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান,শিলক ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান ও শিলক জাসাসের সাধারণ সম্পাদক মোঃ জিতুসহ রাঙ্গুনিয়ার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার পরিচালকবৃন্দ প্রমুখ।

আর্থিক অনুদান পেয়ে মাদ্রাসার পরিচালক ও সকল শিক্ষকসহ শিক্ষার্থীবৃন্দ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ভবিষ্যতেও বিভিন্ন প্রয়োজনে ফাউন্ডেশনের সহয়তা কামনা করেছেন।

প্রতি বছর রমজানে ও মাহে রমজান ছাড়াও এই পর্যন্ত জালাল উদ্দিন মদিনা ফাউন্ডেশন মাদ্রাসা ও এতিমখান, অসহায়-দুঃখস্থদের মাঝে বিভিন সামগ্রী বিতরণ ও মাদ্রাসা-এতিমখানায় আর্থিক অনুদান বিতরণ করছে।


জয় হোক মানবতার এগিয়ে যাক জালাল উদ্দিন মদিনা ফাউন্ডেশন মানবতার সংগঠন।