
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামানের মধ্যে কোদালা মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি আব্দুল কাদের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধায় রাঙ্গুনিয়া কোদালা মাদ্রাসায় এই সৌজন্য সাক্ষাৎ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও কার্যক্রম ঘুরে দেখেন এবং দ্বীনি শিক্ষার প্রচারে মাদ্রাসার ভূমিকাকে প্রশংসা করেন। এসময় তিনি মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে আলাপ করেন। পরে মাদ্রাসার সাবেক পরিচালকের কবর জিয়ারত করেন।

সাক্ষাতের সময় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সুষ্ঠু নির্বাচন, এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নিয়ে আলোচনা হয়।

দুই ইসলামি চিন্তাবিদের এ সাক্ষাতে ইসলামিক দলগুলোর ঐক্য ও সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেন। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে একযোগে কাজ করলেই দেশের উন্নয়ন, শান্তি, এবং ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।

অধ্যক্ষ আমিরুজ্জামান বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের মানুষ মর্যাদার অভাবে ভুগছে। দুর্নীতি এবং দুঃশাসন এর প্রধান কারণ। ইসলামী রাজনীতির মাধ্যমে দেশে সুশাসন এবং ন্যায়ের পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি আরো বলেন, জুলাই-আগস্টের গণআন্দোলনের মধ্য দিয়ে ইসলামপন্থীদের জন্য কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে না পারলে মানুষের ক্ষতি হবে। ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের নেতৃত্ব ইসলামপন্থীদের হাতেই থাকবে।

দুই ইসলামী চিন্তাবিদের একমত হন যে, মতপার্থক্য থাকলেও দেশের কল্যাণে ইসলামি দলগুলোর ঐক্যের বিকল্প নেই। সামনের দিনগুলোতে রাষ্ট্রক্ষমতায় আসার লক্ষ্যে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে একযোগে কাজ করার ঘোষণা দেন তারা।

এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে ইসলামি ঐক্যের একটি নতুন বার্তা হিসেবে আলোচিত হচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার এসিসট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম,রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মুরাদ,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন ও শিবির নেতাসহ আরো অনেকে।