
নিউজ ডেস্ক: সারাদেশে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে খুন, গুম, পঙ্গুত্বের শিকার ও নির্যাতিত পরিবারগুলোর জন্য ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে পদুয়ার নির্যাতিত যুবদল নেতা কামাল উদ্দিন ও সাহাব উদ্দিন চৌধুরী পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও তারেক রহমানের ঈদ শুভেচ্ছা কার্ড তুলে দেওয়া হয়।

ঈদের উপহার,অর্থ সহায়তা ও ঈদ শুভেচ্ছা কার্ড নিয়ে নির্যাতিত যুবদল নেতাদের বাড়িতে যান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এসএ মুরাদ চৌধুরী ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সচিব মো: খালেদ হোসেন চৌধুরী রাসেল।
এ সময় এসএ মুরাদ চৌধুরী বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নির্যাতিত হয়েছেন পদুয়ার যুবদল নেতা কামাল উদ্দিন ও সাহাব উদ্দিন চৌধুরী। গত ১৬ বছর ধরে শহীদ,নির্যাতিত ও আহতদের পরিবারের সদস্যদের পাশে ঈদ শুভেচ্ছা নিয়ে দাঁড়াচ্ছেন তারেক রহমান।
এবার থেকে জুলাই বিপ্লবে শহীদদের পরিবারগুলোকেও ঈদ উপহার দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক শহীদদের আত্মত্যাগ কখনো ভোলার নয়। এই আত্মত্যাগের কোনো প্রতিদান হয় না, তবে দেশকে স্বৈরাচার মুক্ত করতে তাদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এই ঈদ কার্ডের মাধ্যমে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে সচ্ছল নেতাকর্মী ও গণতন্ত্রকামী প্রতিটি মানুষকে আন্দোলনে নির্যাতিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-পদুয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মহরম আলী মান্না,দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য ও সরফভাটা ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহেদ হোসেন চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা মৎস্যজীবি দলের যুগ্ম- সম্পাদক জুলফিকার আলী জুনু,উত্তরজেলা ছাত্র দলের সদস্য মো: রাসেল,খায়েজ আহমদ,পদুয়া ইউনিয়ন যুবদলের সদস্য আনোয়ার (সও:),পদুয়া ইউনিয়ন ছাত্র দলের সহ-সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী, জিয়া মঞ্চ নেতা মনি,জাহিদুল ইসলাম, মো: হোসেন,বাবর ও আজাদ প্রমুখ।
নির্যাতিত যুবদল নেতা কামাল উদ্দিন বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম আজীবন সাম্য ও মানবতার কল্যাণে কাজ করেছেন। তার দেখানো পথেই এগিয়ে চলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাজার মাইল দূরে থেকেও তিনি সবসময় নেতাকর্মীদের খোঁজখবর রাখেন এবং সুখী, সমৃদ্ধ, সাম্য ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। তারাই ধারাবাহিকতায় হাজার মাইল দূরে থেকেও আজ আমাদের খোঁজ খবর নিচ্ছেন তার জন্য আন্তরিক মোবরকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমি আজীবন দলের জন্য কাজ করে যাব,ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে,মো: কামাল উদ্দিন উত্তর জেলা যুবদলের সদস্য, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম-আহবায়ক ও পদুয়া ইউনিয়ন যুবদলোর সিনিয়র যুগ্ম-আহবায়ক পদে আছেন এবং মো সাহাব উদ্দিন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম-আহবায়ক পদে আছেন। গত ১৬ বছর ধরে স্বৈরাচারী-দুর্নীতিবাজ সরকারের হাতে নির্মমভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত ছিলেন তারা।