
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার শিলক ১ ও ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ শিলক এম.শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী শিলক ইউনিয়ন ১ নং ওয়ার্ড শাখার সভাপতি মাষ্টার জসিম উদ্দিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মুরাদ।

বক্তারা বলেন,আগামী দিনের সুন্দর একটি দেশ গঠন করতে হলে বাংলাদেশ জামায়াত ইসলামী চাই সব জায়গায় যোগ্য লোকের মাধ্যমে পরিচালিত হোক।
বক্তরা আরো বলেন আসুন জামায়াত ইসলামী সম্পর্কে কাছ থেকে এসে জানি এবং পবিত্র মাহে রমজানের গুরুত্ব সবার কাছে প্রতিষ্ঠিত করি এই রমজানে নিজেদের গুনাহ মাফ করে নেই আল্লাহ কাছে বেশি বেশি তওবা করি।

স্বাগত বক্তব্য দেন জামায়াতে ইসলামী শিলক ইউনিয়ন শাখার ২নং ওয়ার্ডের সভাপতি মাওলানা নুরুল আফছার।
শিলক ইউনিয়ন শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ আবদুল গফুর ও শিলক ১ নং ইউনিটের বায়তুল মাল সম্পাদক আবছার উদ্দিনের যৌথ সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার সেক্রেটারি মাস্টার কামাল হোসেন, জামায়াত ইসলামী শিলক ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, সেক্রেটারি মোহাম্মদ হামিদুল হক, জামায়াত ইসলামী পদুয়া ইউনিয়নের সভাপতি মাষ্টার আবুল কাশেম ও কোদালা ইউনিয়নের সহ-সভাপতি হাসান কোম্পানি প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ডা: এনামুল হক, সৈয়দ নুর মাষ্টার, শিলক ২নং ওয়ার্ড সেক্রেটারী মিজান,হাসান, পারভেজ তানভীরসহ ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব, বাবসায়ী সমিতির প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতা ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও ইফতার পূর্ব মুহুর্তে দেশ জাতি ও মুসলিম উম্মার সুখ,শান্তি, সুনাম, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।