
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া পদুয়া ইসলামিয়া নতুন পাড়ার উদ্যোগে দিবারাত্রি শর্টপিচ আন্তঃ ইউনিয়ন অলম্পিক ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে পদুয়া রাজারহাট মাঠে দিবারাত্রি আন্তঃ ইউনিয়ন অলম্পিক শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উক্ত টুর্নামেন্টেে পদুয়া ইউনিয়ন থেকে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। পরে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়,ম্যান অব দ্যা টূর্ণামেন্টসহ অন্যান্য পুরস্কারের সাথে চ্যাম্পিয়ন্স ও রানার্স-আপ ট্রফি প্রদান করা হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সদস্য, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ম-আহবায়ক ও পদুয়া ইউনিয়ন যুবদলোর সিনিয়র যুগ্ম-আহবায়ক মো: কামাল উদ্দিন, মোহাম্মদ শাহাদাত শিকদার,মোহাম্মদ নাসির উদ্দিন, ইকবাল হোসেন, খাইর আহম্মদ বাবুর্চি, হোসাইন মেম্বার ও আজিজ সওদাগর প্রমুখ।
আয়োজক কমিটির সদস্যরা আগত অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হিসেবে নারিশ্চা ক্রিকেট একাদশ জয়লাব করে। এবং রানার্স আপ দল হিসেবে জয়লাভ করে
খুরুশিয়া স্পোর্টিং ক্লাব।
পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে নগদ টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। খেলায় পরিচালনার দায়িত্বে ছিলেন, মোঃ নয়ন, মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ টিটু।
আম্পায়ারের দায়িত্ব পালন করেন ফয়সাল আহমেদ, মোঃ রবিউল, সঞ্জয় ও রিয়াদ।