
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ সরকার গত দেড় যুগেরও বেশি সময় ধরে আপনাদের নির্যাতন করেছে। আমরা এনসিপিকে সঙ্গে নিয়ে সত্যিকারের বাংলাদেশ গড়বে।
সোমবার (২৬ মে) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান চত্বরে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বক্তব্যে বলেন, এনসিপির কার্যক্রম গতিশীল করতে সারা দেশে পথসভা হচ্ছে। এনসিপির কার্যক্রম যাতে তৃণমূল পর্যন্ত পৌঁছায় সেই কাজ চলছে।
তিনি আরও বলেন, নতুন একটা বাংলাদেশ আপনাদের সঙ্গে নিয়ে করব। জুলাই আন্দোলনে নারীরা সামনে থেকে লিড দিয়েছেন। আগামীর বাংলাদেশে এভাবে সামনে থেকে কাজ করতে হবে। সেটা সম্মিলিতভাবে করা প্রয়োজন।
এ সময় এনসিপির চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম জেলা ও অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবায়েরুল হাসান আরিফ, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার সংগঠক মিসমা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার অঞ্চল তত্ত্বাবধায়ক, ইমন সৈয়দ, রাঙ্গুনিয়া এনসিপির সংগঠক আব্দুল করিম টিপু, আসিফ উদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ুম, আশরাফুল গনি চৌধুরী, দিদারুল আলম, ইকবাল মাহামুদ, নুরুল আলম আশিক, আসলাম হোসেন আসাদ, রাশেদ হাসান চৌধুরী, ছাত্র প্রতিনিধি আদনান রাফি, সরোয়ার নূর, ইমতিয়াজ আরমান, সাহিল আজমাইন উপস্থিত ছিলেন।