
নিউজ ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

শুক্রবার (৩০ মে) সকালে শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ার জিয়ানগরস্থ তার প্রথম কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় শোকর্যালী, আলোচনা সভা, দোয়া ও মিলাদের মাধ্যমে তার রূহের মাগফিরাত কামনা করা হয়।
এদিন সকালে মিছিলসহকারে সমাধিস্থলে আসেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী ইলিয়াস সিকদার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ভিপি আনছুর উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুল হক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক পারভেজ মোশাররফ, যুবদল নেতা আবুল হোসেন চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু বক্কর, সদস্য সচিব হেলাল উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক গাজী নাজিম, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদুল ইসলাম ইফাক, যুবদল নেতা লোকমান, পৌরসভা ছাত্রদলের প্রথম যুগ্ম আহবায়ক তাহানিয়াজ মুরশেদ তোহা, শহিদুল্লাহ, লিটন, উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক সিয়াম আহমেদ, যুবদল নেতা আবু হেনা, পৌরসভা জিসাস আহবায়ক জুয়েল, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন খোকা, মুন্না, ফরহাদ, আলমগীর, স্বেচ্ছাসেবক দলের নেতা মিনার, যুবদল নেতা পলাশ, সাবের, জমির, শাহেদ প্রমুখ।